ট্রফিশূন্য মৌসুম শেষে গত ৩ জুন সমঝোতার ভিত্তিতে ইন্টার মিলান ছাড়েন সাইমন ইনজাগি। আপাত দৃষ্টিতে পারস্পরিক সমঝোতা মনে হলেও তাকে যে সান সিরোর ক্লাবটি বরখাস্ত করেছে সেটা বুঝতে বাকি নেই কারও। তাতে অবশ্য দুই দিনও বেকার থাকতে হলো না ইনজাগিকে। তার নতুন ঠিকানা এখন আল হিলাল।